Type Unicoded Bangla Seamlessly

Feedback

Bijoy Classic

Copy

Bijoy Unicode

Copy

নির্দেশনা


বামপাশে বিজয় ক্লাসিক শিরোনামে বক্সটিতে বিজয় ক্লাসিক লেখা ইনপুট দিতে হবে এবং ডানপাশে বিজয় ইউনিকোড শিরোনামে বক্সে ইউনকোড লেখা ইনপুট দিতে হবে। যেকোনো বক্সে লিখা দিলে অটোমেটিকভাবে অন্য বক্সে কনভার্ট হয়ে বসবে। ডেভেলোপাররা ইউনিকোড ডিজাইন করার সময় তা ক্লাসিকের মত করে নি। তাই ইউনিকোডে লিখতে সকলের হালকা অসুবিধা লাগে। এখানে ইউনিকোড লিখার ফাংশনকে সর্বোচ্চ উন্নয়ন করা হয়েছে। ইউনিকোডে লিখার সময় আপনি অসুবিধা অনুভব করলে। ক্লাসিকে লিখে ইউনিকোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।

বিজয় ইউনিকোড কভার্টার হচ্ছে বিজয় ক্লাসিক থেকে ইউনিকোডেড বাংলাতে রূপান্তর করার একটি সফ্টওয়‍্যার। সকল প্রকাশক, সাংবাদিক, গবেষক বা যারা বংলা লিখালিখিতে জড়িত, কন্টেন্ট ক্রিয়েটর সবাই মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং বিজয় কী-বোর্ড লেআউট ব‍্যবহার করে বাংলা লিখেন। মাইক্রোসফ্ট ওয়ার্ড এ বাংলা লেখার বেলায় কতগুলো ভিন্ন ভিন্ন চিহ্ন ব‍্যাবহার করে ফন্টের মাধ‍্যমে বাংলা লেখা দেখানো হয়। এ পদ্ধতিতে শুধু প্রিন্টিং কাজেই সফল এবং সহজ ভাবে বাংলা লেখার সমাধান করা যায়। কিন্তু এই মাধ‍্যমে মাইক্রোস্ফট ওয়ার্ড অ‍্যাপলিকেশনের বাহিরে কোনো ভাবেই বাংলা লেখা দেখানো যায় না। অর্থাৎ কোনো ওয়েব সাইটে বাংলা লিখা কোনো ভাবেই সম্ভব নয় । তখন বিভিন্ন চিহ্ন এবং ইংরেজি অক্ষরের বিশৃঙ্খল লিখা দেখা যায় । যা শুধু বাংলা কোনো ফন্ট পরিবর্তন করে সমাধান করা যেত, তবে তা মাইক্রোস্ফটের বাহিরে কীভাবে করা যায়?

এই সমস‍্যার সমাধানে ইউনিকোড কোডিং এর ব‍্যাবহার করা হয়। পূর্বের পদ্ধতিতে ASCII কোডিং ব‍্যাহৃত হয়েছে। যেখানে ইংরেজি বর্ণমালাসহ বিভিন্ন চিহ্ন কম্পিউটারের এনকোড করা ছিল। তবে ইউনিকোড আবিষ্কারের মূল লক্ষ‍্য হিসেবে এটি পৃথিবীর সকল ভাষার সকল চিহ্ন কম্পিউটারে এনকোড করে রেখেছে। অতএব সেখানে বাংলা অক্ষরও এনকোড করা আছে যা ব‍্যবহার করে মাইক্রোস্প ওয়ার্ড এর বাইরেও বাংলা লেখা যায়। যার কারণই আমরা ওয়েবসাইটে লিখতে পারি।

বাংলা লিখার জন‍্য যে বিজয় সফটওয়‍্যার বিদ‍্যমান আছে তার আপডেটেড ভার্সনে বাংলা ইউনিকোড লিখার সুযোগ আছে। তবে সমস‍্যা হয় তখন যখন বিজয় কীবোর্ড লেআউট ব‍্যবহার করে বাংলা ইউনিকোড লিখতে যাই। বিজয়ে ক্লাসিক মোডে আমরা যেভাবে লিখতাম তার মতো দ্রুত এবং স্বচ্ছভাবে কোনো মতেই বিজয় ইউনিকোডে লিখা যায় না। পরিচ্ছন্নভাবে লিখা যায় না, সকল যুক্তবর্ণ আসে না, লিখতে গেলে লিখা ভাঙ্গা ভাঙ্গা আসে ইত‍্যাদি।তাছাড়া ইউনিকোড বিজয়ে সেরকম ফন্ট স্টাইল নেই যেমন ক্লাসিকে পাওয়া যায়।

তবে ওয়েবে, ভিডিও কন্টেন্টে ইউনিকোডের বিকল্প নেই। বাজারে নানা কনভার্টার এবং ইউনিকোড টাইপিং সফ্টওয়‍্যার এবং ফ্রি ওয়েভ অ‍্যাপ বিদ‍্যমান রয়েছে। তবে বেশির ভাগ বিনামূল‍্যের ওয়েভ অ‍্যাপ এর আরো অনেক উন্নতির প্রয়োজন রয়েছে। ইন্টারনেটে ও ওয়েভসাইটে বিজয় কী-বোর্ডে সহজে ইউনিকোড লিখা এবং কনভার্ট করার জন‍্য পরিপূর্ণ কোনো সফ্টওয়‍্যার নেই।
বিজয় কী-বোর্ডের অসাধারন লেআউটে বাংলা লিখা বিশেষ করে ইউনিকেডে বাংলা লিখার সকল ত্রুটি ও অসম্পূর্ণতাকে দূর করতে চেষ্টা করা হয়েছে এখানে। যে সকল বিশেষত্ব রয়েছে:

• বিজয় কী-বোর্ড ইনস্টল থাকার প্রয়োজন নেই।
• অটোমোটিক এক ফরমেট থেকে অন‍্য ফরমেটে রূপান্তর।
• ড়, ঢ়, য় সমস‍্যার সমাধান।
• ‍্য, র্ , ্র সমস‍্যার সমাধান।
• কপি-পেস্ট ক্স সমস‍্যার সমাধান।
• বাংলা ইংরেজি সংমিশ্রন রোধ।
• সকল যুক্তবর্ণ পরিচ্ছন্ন প্রকাশ।

বি:দ্র: ইউনিকোড বক্সে বিজয় ক্লাসিক লেআউটে এবং ক্লাসিক বক্সে ইউকোড লেআউটে লিখবেন না।

আপনি এখানে কাজ করতে গিয়ে কোনো ঝামেলার সম্মোখিন হলে যোগাযোগ: jubayerhossain46644@gmail.com
অন্যান্য টুল: Omni Calender